
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের উন্নতিতে এবার নয়া উদ্যোগ। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব ঐতিহ্যবাহী ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের সঙ্গে চুক্তি হতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ ফুটবল ক্লাবের। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মুখ্যমন্ত্রী আগামী ২২ মার্চ লন্ডন যাচ্ছেন। জানা গিয়েছে, কিছুদিন আগে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের তরফে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। সেই চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ম্যান সিটির লন্ডন অফিসে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে ম্যাঞ্চেস্টার সিটির।
মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, চুক্তি স্বাক্ষরের সময়ে সেখানে উপস্থিত থাকার জন্য। সূত্রের খবর, ওই চিঠিতে কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়নের বিষয়ে জানানো হয়েছে। এই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান কর্তারা। চিঠির মাধ্যমে একটা বিষয় কার্যত স্পষ্ট, বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়টি বর্তমানে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই তিনি ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের ডিরেক্টর–পার্টনার জোনাথন স্মিথকে চিঠি পাঠিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। বিশ্ব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটি একটি উজ্জ্বল নাম। ফুটবল খেলার প্রতি আমাদের গভীর অনুরাগ রয়েছে। কলকাতা এবং ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে ফুটবল নিয়ে একসঙ্গে কাজ করলে তা খুবই উল্লেখযোগ্য বিষয় হবে। কিন্তু লন্ডনে আমার সময় কম থাকায় আপনাদের অফিসে এবার যেতে পারছি না। ২৫ মার্চ লন্ডনে একটি বাণিজ্য সম্মেলন রয়েছে। আমি খুবই খুশি হব, যদি সেখানে আপনারা আসেন, তাহলে সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে’।
প্রসঙ্গত, ভারতীয় ফুটবলের উন্নতিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পার্টনারশিপে খাস কলকাতায় স্থাপিত হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুল। টেকনো ইন্ডিয়ার পড়ুয়াদের ফুটবলে ট্রেনিং দেবেন ম্যান সিটির কোচরাই। আধুনিক মানের পরিকাঠামো, উন্নত মানের ট্রেনিংয়ে তরুণ ফুটবলার গড়ে তোলাই হবে এই ফুটবল স্কুলের মূল লক্ষ্য। স্কুল চালু হওয়ার সময়ই ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হবে কোচেদের।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?